1Mbps Hashi

1Mbps Hashi
Zoom Ultra

Friday 4 November 2011

গরু-ছাগলের হাটে নতুন সংযোজন জাল টাকা সনাক্তকরণ যন্ত্র



মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সব ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠছে কোরবানির গরু-ছাগলের হাট
এবার গরু-ছাগলের হাটে নতুন সংযোজন হয়েছে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র। বিক্রেতারা হাটে বিনামূল্যে এসব যন্ত্রে টাকা পরীক্ষা করে নিতে পারছেন
বিক্রেতা এবং ক্রেতা উভয়েই বলছেন, হাটে এই ব্যবস্থা থাকার কারণে তারা স্বস্তিবোধ করছেন। তবে ক্রেতারা বলছেন, হাটে পশুর দাম এখনো বেশ চড়া।
রাজধানীর হাটগুলোতে এখনো ক্রেতার ভীড় তেমন নেই, তবে গরু-ছাগলের সংখ্যা প্রচুর। ট্রাকে করে গরু আসছে এখনো। বিক্রেতারাও অপেক্ষা করছেন হাটে ক্রেতা সমাগমের
তবে এবার বেশ কিছুদিন ধরে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারের ফলে ক্রেতা বিক্রেতাদের অনেকেই উদ্বিগ্ন ছিলেন জাল টাকার লেনদেন নিয়ে
কিন্তু এবার জাল টাকা ধরতে পশুর হাটগুলোতে বসানো হয়েছে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র
ঢাকার আফতাবনগর গরুর হাটে জাল টাকা সনাক্তকরণ যন্ত্রের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন, অনেকেই এখানে টাকা সনাক্ত করতে আসছেন।
''টাকা সনাক্ত করে তারা নিজেরাও মানসিকভাবে আস্বস্ত হচ্ছেন যে অন্তত আসল টাকাটা তারা পাচ্ছেন,'' বললেন আফতাবনগর হাটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা
কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরই জাল টাকা লেনদেনের অভিযোগ পাওয়া যায়
বিশেষ করে গ্রাম থেকে আসা অনেক বিক্রেতারাই বড় পরিমাণ অর্থের লেনদেনের সময় জাল টাকা সনাক্ত করতে পারেন না
ক্রেতারা বলছেন পশুর দাম এবছর এখনও অনেক চড়া বিক্রেতারাও বলছেন জাল টাকা নির্ণয়ের ব্যবস্থার কারণে লেনদেনের ক্ষেত্রে তারা বেশ স্বস্তিবোধ করছেন

এদিকে পশুর হাটগুলোও কোরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে। তবে ক্রেতারা বলছেন দাম এখনো বেশ চড়া। বিক্রেতারাও বলছেন, পশুগুলোর লালন-পালনে এবং এগুলো হাটে আনতে তারা যে পরিমাণ অর্থ খরচ করেছেন, তাতে এরচেয়ে কম দামে তারা বিক্রি করতে পারছেন না

পাবনা থেকে আসা একজন বিক্রেতা মোহাম্মদ আশরাফ আলী বলছিলেন, "যে দামে আমার কেনা, তার চেয়ে কয়েক হাজার টাকা বেশি চাইলেই কাস্টমাররা অর্ধেক দাম বলে চলে যায়।"
ক্রেতারাও বললেন, গতবারের তুলনায় কোরবানির পশু এখনো পর্যন্ত অনেক বেশি চড়া দামেই কিনতে হচ্ছে
কয়েকজন ক্রেতা বললেন, গতবারের তুলনায় অন্তত ২০ থেকে ২৫ শতাংশ বেশি দামে এবার গরু কিনতে হচ্ছে। বিক্রেতারাও এখন দাম কম বললে গরু বিক্রি করতে চাইছেন না।

এখন বিক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরো বেশি ক্রেতার আগমনের আর ক্রেতারাও অপেক্ষায় রয়েছেন দাম আরেকটু কমলে তারাও বাজেটের মধ্যে তাদের পছন্দের পশুটি কেনার জন্যে

No comments:

Post a Comment