1Mbps Hashi

1Mbps Hashi
Zoom Ultra

Friday 4 November 2011

পুলিশের তিন শীর্ষ কর্তা প্রত্যাহার

RbwcÖqZv, gv`‡Ki wei‡× K‡Vvi Ae¯’vb, Ab¨vq Ave`vi D‡c¶v, mywePvi wbwðZKiY, ZviY¨wbf©i ivRbxwZmn `‡ji wmwbqi †bZv‡`i †Zvlv‡gv` bv Kivq wewfbœ gn‡ji P¶zk~j n‡qwQ‡jb biwms`xi †cŠi †gqi †jvKgvb †nv‡mb| nZ¨vKv‡Êi NUbvq AvIqvgx jxM I weGbwci K‡qK Rb †bZvi wei‡× gvgjv Kivi GKw`b ci kn‡ii evmvB‡ji wbR evwo‡Z mv¶vrKv‡i G nZ¨vi †cQ‡b g~j KviY wn‡m‡e K‡qKwU KviY Zz‡j a‡ib †jvKgv‡bi †QvUfvB †Rjv QvÎjx‡Mi mvaviY m¤úv`K I biwms`x miKvwi K‡j‡Ri wfwc kvgxg †bIqvR| 
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার পর গতকাল শুক্রবার পুলিশ সুপার আক্কাস উদ্দীন ভূঁইয়া এবং দুই অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক এনামুল কবিরকে গতকাল প্রত্যাহার করা হয়েছে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার
গতরাতে প্রতিবেদন লেখা পর্যন্ত লোকমান হত্যা মামলার কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তবে পুলিশ দাবি করেছে, তারা আসামি ধরতে অভিযান চালিয়েছে গতকালই মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন তদন্তের দায়িত্ব পেয়েছেন
লোকমান হোসেনের ভাই মো. কামরুজ্জামান গত বৃহস্পতিবার মধ্যরাতে ডাক টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন আসামিদের ১৩ জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মামলায় আরও সাত-আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়
প্রত্যাহার হওয়ার আগে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেছিলেন, ‘সালাহউদ্দিন আহমেদ ছাড়া এজাহারে উল্লিখিত আসামিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকদ্রব্য আইনে মামলা আছে
হত্যা মামলার আসামিদের নিয়ে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা পুলিশ প্রশাসন সূত্র জানায়, লোকমান হত্যার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ডাক টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ ছাড়া বাকিদের নামে পৃথক হত্যা, ছিনতাই, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় মামলা আছে পুলিশের দাবি, আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে তারা তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি আসামিদের মধ্যে তিনজন দেশের বাইরে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে
দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দলের নেতা জনপ্রিয় মেয়র লোকমান হত্যার আসামি করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা দলের সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলেন
জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘মামলার এজাহারে কাদের নাম আছে, তা আমি জানি না এটা তাঁদের (লোকমানের) পরিবার থেকে করা হয়েছে বিষয়ে তাঁরা আমার বা দলের কারও সঙ্গে কথা বলেননি তাই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই

No comments:

Post a Comment